ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সিকি ইনিংস পর হাত খুললেন হিটম্যান। দিল্লিতে অবশেষে এল স্বস্তি হাফ সেঞ্চুরি। মুম্বই জিতল। খুশি অধিনায়ক। চেন্নাই ম্যাচ হারের পর রোহিত জানিয়েছিলেন, ম্যাচ জেতাতে দায়িত্ব দলের বড়দের নিতে হবে। এবং তা শুরু হবে তাঁর থেকেই। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে সেই দায়িত্ব পালন করলেন মুম্বইয়ের অধিনায়ক। ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, এবার সময় এসেছে জয়ের এই বিশ্বাসকে গোটা টুর্নামেন্টে এগিয়ে নিয়ে যাওয়া।
মঙ্গলবার ফিরোজ শা কোটলায় দিল্লির রান তাড়া করতে নেমে মুকেশ কুমারের প্রথম ওভার থেকে সাবলীল ছিল রোহিতের ব্যাট। ওই ওভারে তাঁর শট-আর্ম জ্যাব মুগ্ধ করে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। প্রাক্তনরা বলছেন, মুকেশ কুমারের ওই ওভার থেকে বোঝা গিয়েছিল দিল্লি ম্যাচে রানে ফিরতে মরিয়া রোহিত। ইয়ান বিশপ থেকে রবি শাস্ত্রী সবাই বারবার একটা কথা বলেছেন, চেন্নাই ম্যাচ হারের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি কোটলায় রাখতে বদ্ধ পরিকর ছিলেন রোহিত।