ফের মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান। সেখানে নির্বাচন থাকার কারণেই মাঠ থেকে দূরে ছিলেন তিনি। মাঠে ফিরেই জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার চেনা পরিবেশে ভালো ফল করবে বাংলাদেশ।
শাকিব আল হাসানের মতে, সম্প্রতি টি-২০ ম্যাচগুলিতে ভালো খেলছে বাংলাদেশ টিম। তাঁকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজ ড্র করে এসেছে। সেকারণে আসন্ন সিরিজগুলিতেও আরও ভালো খেলবে বলে আশাবাদী।
বর্তমানে ব্যক্তিগত কোচ নাজমুল আবেদিনের অধীনে অনুশীলন করছেন শাকিব। গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের হয়ে খেলেছিলেন তিনি। যদিও চলতি মরশুমে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন শাকিব।