মঙ্গলবার আইপিএলে (IPL 2022) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। পরপর চার ম্যাচে হেরেছে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) টিম। এই ম্যাচে প্রথম জয়ের অপেক্ষায় সিএসকে। এদিকে পরপর তিনটি ম্যাচে জিতে সেই মোমেন্টাম ধরে রাখতে চাইছেন দুপ্লেসি-বিরাটরা।
আইপিএলের ইতিহাসে (IPL History) এর আগে কখনও এত খারাপ শুরু করেনি চেন্নাই সুপার কিংস। এবার টুর্নামেন্টের আগে নেতৃত্ব থেকে সরে আসেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দায়িত্ব নেন রবীন্দ্র জাদেজা। তারপর থেকে একটি ম্যাচেও জয় পায়নি সিএসকে। আরসিবির বিরুদ্ধে রুতুরাজ গাইকোয়াড়ের দিকেই ভরসা করছে চেন্নাই। গত ম্যাচেও দারুণ খেলেছে টিম। বোলিং আক্রমণেও ঝাঁঝ নেই। টুর্নামেন্ট শুরু আগে চোট পেয়েছেন দীপক চাহার। তাই বোলিং নিয়েও ভাবতে হবে জাদেজাকে।
আরও পড়ুন: লখনউ'র বিরুদ্ধে নয়া 'কুল-চা' জুটি, চাহালের চার উইকেট, অভিষেকেই নায়ক কুলদীপ সেন
এদিকে অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স করেছেন দুপ্লেসি। বিরাট সরে যাওয়ার পর এবার আরসিবি টিমের দায়িত্ব নিয়েছেন। এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে টিম। গত ম্যাচে রান পেয়েছেন বিরাট কোহলিও। পুরনো টিম চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের জন্য টিমের স্ট্যাটেজি সাজাচ্ছেন দুপ্লেসি।
পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত চার নম্বরে আছে আরসিবি। আর সবকটি ম্যাচ হেরে সবার শেষে আছে সিএসকে। পাঁচটি ম্যাচে জিতেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে কেকেআর। এক নম্বরে আছে রাজস্থান রয়্যালস।