হার দিয়ে শুরু হল ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। প্রথম টি-টোয়েন্টিতে ভারত হারতেই উঠে গেল সূর্য কুমারের দল নির্বাচন ঘিরে প্রশ্ন। যদিও ম্যাচ শেষে শাক দিয়ে একটা মাছ ঢাকার চেষ্টা করেছেন অধিনায়ক। কিন্তু ফাঁক-ফোঁকর থেকেই গিয়েছে। কারণ, বোঝা গেল না শ্রেয়স আইয়ার, রুতুরাজ গাইকোয়াডরা কী এই সিরিজে বেড়াতে গিয়েছেন ?
প্রশ্ন উঠেছে, কোন যুক্তিতে ইশান কিষানকে বেঞ্চে রেখে জিতেশ শর্মাকে খেলানো হল। যে দেশের হাতে টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর স্পিনার থাকে, তিনি কেন বাইরে বসে থাকবেন, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি অধিনায়ক সূর্য কুমারের থেকে।
হার স্বীকার করে সূর্য জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু প্রশ্ন হল, স্কোয়াডে তিন স্পিনার নিয়ে গিয়ে তিন পেসারকে কেন খেলানো হল। ওয়াকিবহাল মহলের মতে, দক্ষিণ আফ্রিকার পিচই রিড করতে পারেননি সূর্য কুমার। আসলে, স্টেনগানের দেশের পিচও যে এখন সামসি, মার্কামদের জন্য তৈরি করা হয়, সেটাই সিরিজের এই ম্যাচে ধরতে পারেননি ভারত অধিনায়ক।