ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে (India vs South Africa Series) কোভিডের থাবা (Covid 19)। কোভিডে আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মারক্রম (Aiden Markram) । প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর পরিবর্তে টিমে এলেন ত্রিস্তিয়ান স্টাবস। এমনই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন মারক্রাম। ভাল ফর্মেও ছিলেন। আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে মারক্রামের চলে যাওয়া বেশ বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার।
আরও পড়ুন: রঞ্জিতে ৭০ বছরের রেকর্ড ভাঙল বাংলা, এক ইনিংসে সর্বাধিক রান অভিমন্যূদের
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। টিম লিস্ট ঘোষণা করার সময়ই জানান, টিমের অন্যতম ব্যাটসম্যান মারক্রাম কোভিডে আক্রান্ত হয়েছেন। এদিকে ভারতীয় দলে ফিরেছেন দীনেশ কার্তিক।