রাঁচিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। দলে একটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। মুকেশ কুমারের পরিবর্তে ভারতীয় দলে অভিষেক করলেন বাংলার আরেক পেসার আকাশদীপ সিং। প্রথম সেশনে উইকেটও তুলে নিলেন তিনি। ফেরালেন বেন ডাকেট ও অলি পোপকে। ফেরােলন জ্যাক ক্রলিকেও।
রাঁচির পিচে মনে করা হয়েছিল একজন বাড়তি স্পিনার নেবেন রোহিত শর্মারা। তবে রাজকোট টেস্টের দল থেকে একমাত্র বাদ পড়লেন মুকেশ কুমার। টিমে রোহিত-যশস্বী ওপেন করবেন। তিনে শুভমান গিল, চারে রজত পাতিদার, পাঁচে সরফরাজ খান। উইকেটকিপার ধ্রুব জুরেল সাত নম্বরে। টিমে রাখা হয়েছে তিন স্পিনার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ও কুলদীপ যাদবকে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন আকাশদীপ সিং ও মহম্মদ সিরাজ।