টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ভিড় উপহার দিয়েছিল মেলবোর্ন। প্রায় ৩৭ বছর এই মাঠে ভারত-পাক যুদ্ধে লোক হয়েছিল ৯০ হাজার। এবার কী সেই রেকর্ড ভেঙে যাবে ? কারণ, অ্য়াডিলেড সেইরকমই ইঙ্গিত দিচ্ছে। লক্ষ্মীবারে এই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। তার আগে হাউজফুল ডনের মাঠ।
জানা গিয়েছে, এই ম্যাচে টিকিটের দাম উঠেছে এক হাজার ৩৩৫ ডলার। দু দিন আগেও নাকি এই টিকিটের দাম ছিল ৩০০ থেকে ৫০০ ডলারের মধ্য়ে। এর মধ্যে আবার সিডনি থেকে বিমান বোঝাই করে অ্য়াডিলেডে আসছেন প্রবাসী ভারতীয়রা। ফলে উড়ানের ভাড়াও বাড়ছে হু হু করে। বৃষ্টি পূর্বাভাস আছে। একদিন অতিরিক্ত দিনও হাতে রাখা হয়েছে। এসবের পরেও অ্য়াডিলেডে এখন ক্রিকেট জ্বর। গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে আয়োজক অস্ট্রেলিয়া। তাতে কী এই ম্য়াচে বিরাটের পাশে দাঁড়াচ্ছেন অজিরা। টার্গেট একটাই ব্রিটিশ বধ।
পাঁচ ম্য়াচে চারটিতে জিতে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। উল্টোদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে জস বাটলারের ইংল্যান্ড। সবমিলিয়ে কাউন্টডাউন শুরু। প্রহর গুনছে হাউজফুল অ্য়াডিলেড।