মার্চ মাসে শুরু হচ্ছে আইপিএল। এর মধ্যেই বেছে নেওয়া হল আইপিএলের সর্ব কালের সেরা দল। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে, এই দলে জায়গা পাননি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা।
সম্প্রতি ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইনের মতো প্রাক্তন তারকারা ১৫ জনের এই বিশেষ দল বাছাই করেছেন। যে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই দলের দুই ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে রয়েছেন ক্রিস গেইল।
আরও পড়ুন - রাজকোটে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে ডিআরএসের বিলুপ্তির দাবি করলেন বেন স্টোকস
মিডল অর্ডারে রাখা হয়েছে সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব এবং ক্যাপ্টেন কুল ধোনিকে। হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কায়রন পোলার্ড অলরাউন্ডার। তিন স্পিনার হলেন রশিদ খান, সুনীল নারাইন এবং যুজবেন্দ্র চাহাল। ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা এবং যশপ্রীত বুমরা।