ম্যাচ গড়াপেটার অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে নির্বাসিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সম্প্রতি ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে এক ওভারে তিনটি নো-বল করেছিলেন শোয়েব। সেইসময় তাঁকে নিয়ে ব্যঙ্গও করা হয়েছিল। কিন্তু তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ পাওয়া যায়।
এক ওভারে তিনটি নো-বল-সহ ওই ম্যাচে এক ওভারে ১৮ রান দিয়েছিলেন শোয়েব। এরপরেই তাঁর ওই ওভার নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এমনকী, শোয়েবকে সরাসরি আক্রমণ করেছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু হয় তদন্ত। তাতেই শোয়েবের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ পাওয়া গিয়েছে।
শোয়েব মালিকের পরিবর্তে দুই নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে তাঁর বিপিএল টিম ফরচুন বরিশাল। জানা গিয়েছে, শোয়েবের তৃতীয় বিয়ে মেনে নিতে নারাজ তাঁর পরিবার৷ পারিবারিক সংকট মেটাতেই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।
বিপিএলে একেবারেই ভালো ছন্দে ছিলেন না শোয়েব৷ রান পাননি৷ বোলিংও তথৈবচ। ঢাকা পর্বের খেলা শেষ হতেই দুবাইয়ের বিমান ধরেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল, টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হওয়ার আগে তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু ফরচুন বরিশাল বিবৃতি দিয়ে জানিয়েছে, শোয়েব আর বিপিএলে খেলবেনই না।