ফাইনালে নামার আগেই আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন অম্বতি রায়াডু। চেন্নাই সুপার কিংসে খেলেন তিনি। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর শেষ ম্যাচ।
২০১৮ সাল থেকে সিএসকে ফ্র্যাঞ্চাইজিতে আছেন তিনি। দুবার চেন্নাইয়ের হয়ে ট্রফি জিতেছেন রায়াডু। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন।
চেন্নাই ও মুম্বই মিলিয়ে ২০৪টি ম্যাচ খেলেছেন রায়াডু। ১৪টি মরশুমে ৮টি ফাইনাল খেলেছেন। মুম্বই ও চেন্নাই মিলিয়ে ৫টি ট্রফি জিতেছেন। রবিবার ফাইনাল জিতলে, তাঁর ঝুলিতে ৬ নম্বর ট্রফি আসবে। নিজের টুইটার অ্য়াকাউন্টে এই পরিসংখ্যান দিয়ে রায়াডু সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।