একটু স্বস্তি নেই। ফের চোট সংবাদ ভারতীয় শিবির। এবার গোড়ালিতে চোট ভারতীয় বোলার দীপক চাহারের। সরকারি ভাবে ঘোষণা না হলেও, ইঙ্গিত যা তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ দুটি একদিনের ম্য়াচে নেই চাহার। কারণ, ইতিমধ্য়েই তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে পাঠানো হয়েছে। সেখাই তাঁর রিহ্যাব চলছে।
দিন কয়েক আগেই চোট সারিয়ে মাঠে ফিরছেন দীপক চাহার। চোটের কারণে আইপিএল খেলতে পারেননি তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও খেলছেন। এমনকী, শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন তিনি। জানা গিয়েছে, লখনউয়ে প্রস্তুতির সময় গোড়ালিতে চোট পান তিনি।
বোর্ড সূত্রে দাবি, দীপকের চোট খুব একটা গুরুতর নয়। তবে আগামী কয়েকদিন তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে বোর্ডের এই ইঙ্গিতেই স্পষ্ট গোড়ালি চোটে এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন দীপক চাহারও।