টিমের যখন সবথেকে প্রয়োজন, তখনই এগিয়ে এল চওড়া কাঁধ। ৩১ বলে ৩৮ রানের ইনিংস এল আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। বৃষ্টিভেজা কোটলায় ২০ ওভারে দিল্লিকে ১২৮ রানের টার্গেট দিল কেকেআর। ৩৯ বলে ৪৩ রান করেন জেসন রায়।
এদিন বৃষ্টির জন্য এক ঘণ্টা পরে ম্যাচ শুরু হয়। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সিদ্ধান্ত কতটা সঠিক, তা প্রমাণ হয়ে যায়। পরপর উইকেট হারায় কেকেআর। ২টি করে উইকেট পান ইশান্ত শর্মা, আনরিচ নোকিয়া, অক্ষর প্য়াটেল ও কুলদীপ যাদব। ৯ উইকেট থেকে লড়াই শুরু করেন রাসেল। তাঁর ইনিংসে একটি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি সাজানো ছিল।
আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত কোটলায় টসে হার, ব্যাটিংয়ে বড় ধস কেকেআরের
দিল্লির এই পিচে ওয়ার্নারদেরও রানের জন্য বেগ পেতে হবে। সেই হিসেবে ১২৮ রান তুলতেও বেশ লড়াই করতে হবে ওয়ার্নারদের।