রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ কে হবেন, এখনও তা জানা যায়নি । তবে, বারবার উঠে আসছে গৌতম গম্ভীরের নাম । বিসিসিআই সূত্রে খবর, ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরকেি এগিয়ে রাখা হয়েছে । তাঁর কোচ হওয়া কার্যত নিশ্চিত । বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা । এই আবহেই গম্ভীরকে বিশেষ পরামর্শ বলা ভাল সতর্ক করে দিলেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে ।
কুম্বলে জানান, গৌতম দল পরিচালনা করেছে সেটা সকলে দেখেছে । দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর । কিন্তু, ভারতীয় কোচের বিষয়টা একটু আলাদা । গম্ভীরকে বুঝতে সময় দিতে হবে । যদি গম্ভীর ভারতের কোচ হন, তাহলে তাঁকে শুধু বর্তমান দল নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মও খুঁজে বের করতে হবে । সুতরায় কাজটা যে গম্ভীরের পক্ষে কঠিন ও চ্যালেঞ্জের হতে চলেছে, সেই বিষয়ে আগাম সতর্ক করে দিয়েছেন কুম্বলে ।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতীয় দলের কোচ হন অনিল কুম্বলে । তবে, একবছরও এই পদে বহাল থাকেননি তিনি । একবছর পূর্ণ হওয়ার ছয়দিন আগেই কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি । কোচ থাকাকালীন তাঁর সঙ্গে কোহলির বিবাদের খবরও সামনে এসেছিল ।