একদিন সিরিজ শুরুর আগেই বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হল ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থকে। তবে কী কারণে তাঁকে ফেরানো হল তা অবশ্য় স্পষ্ট করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এক টুইট বার্তায় জানানো হয়েছে, দলের মেডিক্যাল স্টার্ফদের পরামর্শেই দেশে ফেরানো হচ্ছে পন্থকে। আবার পাঠানো হবে টেস্ট সিরিজের আগে। তবে পন্থের বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।
ঢাকায় সিরিজের প্রথম একদিনের ম্য়াচ খেলছে ভারত ও বাংলাদেশ। চোটের কারণে প্রথম ম্য়াচে খেলতে পারছেন না অক্ষর প্যাটেল। শনিবারই একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। আর এদিন কার্যত চোটের কারণেই ঢাকা থেকে ফিরিয়ে আনা হল ঋষভ পন্থকে। দেশের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতিতে ফের চোটের কবলেই ভারতীয় দল।
ঢাকায় এদিন ভারতের হয়ে অভিষেক হয়েছে মধ্যপ্রদেশের পেসার কুলদীপ সেনের। এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের ম্য়াচ ও দুটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা।