অসুস্থ ছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। সেই অবস্থাতেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজে নেমেছেন বিরাট কোহলি। ঠিক কী হয়েছে তা জানা যায়নি। তবে, বিরাটপত্নী অনুষ্কা শর্মা জানিয়েছেন, বিরাট শারীরিক অসুস্থতা নিয়েই আমেদাবাদ টেস্টে খেলছেন। ১৮৬ রান করেন। মাঠে খেলতে নেমে বিরাট একেবারেই বুঝতে দেননি তিনি অসুস্থ।
আহমেদাবাদে বিরাট ব্যাটে শতরান। প্রায় চার বছর টেস্ট ক্রিকেটে শতরান করেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে এই শতরান পূর্ণ করেছেন তিনি। এই শতরানে বিরাটের ইনিংস সাজানো মাত্র পাঁচটি চার দিয়ে। পরিসংখ্যানেই স্পষ্ট এই টেস্ট শতরান করতে কতটা মরিয়া ছিলেন কিং কোহলি। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ২৮তম শতরান।
আরও পড়ুন - বিরাটের সেঞ্চুরি, চতুর্থ দিন লিড নিল টিম ইন্ডিয়া, ড্রয়ের পথে আমেদাবাদ টেস্ট