রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে বড় রান তুলে নিল বাংলা। আর রান এল অধিনায়ক মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে। তাঁদের জুটি মোট ১৮৫ রান ঘরে তুলেছে। বাংলার মোট রান ২৪২।
চলতি মরশুমের রঞ্জিতে একটি ম্যাচও জিততে পারেনি বাংলা। শুক্রবার গুয়াহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলা। শুরুটা সেরকম ভাল হয়নি। মাত্র ৫৭ রানেই চার উইকেট হারিয়ে ফেলেন মনোজরা। কিন্তু অনুষ্টুপ মজুমদার আর মনোজের ব্যাটে কিছুটা ভরসা পায় দল।
আরও পড়ুন - হায়দরাবাদে বাজবলের পাল্টা জ্যাজবল, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এগিয়ে ৬৩ রানে