বিশ্বকাপে ব্যর্থতা। তার জেরে বোর্ডের মধ্যে সরকারি হস্তক্ষেপ। এবং সর্বপরি আইসিসি-র নিদানে সাসপেন্ড হওয়া। গত কয়েকদিনে ঝড় বয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটের অন্দরে। তার মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে বিঁধে বোমা ফাটালেন শ্রীলঙ্কার বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। রণতুঙ্গার অভিযোগ, শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করছেন জয় শাহ।
তাঁর অভিযোগ, জয় শাহের ইন্ধনেই শ্রীলঙ্কার ক্রিকেটে আজ এত দুর্নীতি। শ্রীলঙ্কার প্রথম সারির দৈনিক ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে রণতুঙ্গার অভিযোগ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হওয়ার জন্য বাবার যাবতীয় ক্ষমতা প্রয়োগ করছেন জয়। তাঁর নিজের কোনও ক্ষমতা নেই।
ওই সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, লঙ্কার ক্রিকেট কর্তাদের সঙ্গে জয় শাহের এখন ভাল সম্পর্ক। আর সেই সম্পর্কে এখন কাজে লাগাচ্ছেন তাঁর দেশের ক্রিকেট কর্তারা। আদতে জয় শাহ-ই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে চালাচ্ছেন বলেই অভিযোগ রণতুঙ্গার। এই ভারতীয়র চাপেই ক্রমশ ধ্বংস হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট।
রণতুঙ্গার এই অভিযোগের এখনও কোনও জবাব দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়া পাওয়া যায়নি বোর্ড সচিব জয় শাহের।