প্রতিটি ম্যাচেই অন্য রূপে ধরা দিচ্ছেন রিঙ্কু সিং। আগের আই পি এলে তাঁকে ফিনিসারের তকমাও দেওয়া হয়েছিল। কিন্তু রিঙ্কুকে শুধু ওই তকমা দিয়েই থেমে থাকতে চাইছেন না আশিস নেহেরা। তিনি মনে করছেন শুধু টি ২০-তে নয় রিঙ্কুকে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যেতে পারে।
বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ খেলতে ব্যস্ত রিঙ্কু। প্রথম দুটি ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ফিনিসার। জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে আশিস নেহেরা বলেছেন,রিঙ্কু একজন প্রকৃত টিম ম্যান। এখন টি২০-তে দুর্দান্ত পারফর্মন্যান্স রয়েছে তাঁর। তবে কিছুদিনের মধ্যে উনি হয়তো ওডিআই ক্রিকেটেও খেলতে পারেন।
আশিস নেহেরা আরও বলেছেন, "রিঙ্কু এই প্রথম দুর্দান্ত পারফর্ম করছে এমনটা নয়। আমরা প্রত্যেকেই ওনার ক্ষমতা নিয়ে আলোচনা করি।" একই সঙ্গে নেহেরা জানিয়েছেন,তিনি ব্যক্তিগতভাবে ফিনিসার শব্দটি নিয়ে পছন্দ করেন না। কারণ তাঁর কাছে দলের ওপেনারও ফিনিশার হতে পারে।