কোভিডকে (Covid 19) হারিয়ে দলে যোগ দিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে তাঁকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল। ১ জুলাই সিরিজের পঞ্চম টেস্ট খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। গত বছর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে দল ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, অশ্বিন কোনও টেস্ট খেলার সুযোগ পাননি। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে অশ্বিন খেলবেন কিনা এখন সেটাই দেখার।
এদিকে লেস্টারের (Leicestershire) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। লাঞ্চের আগেই সাজঘরে ফিরে গিয়েছিল ভারতীয় দলের অর্ধেক ব্যাটিং। মাত্র ৯০ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম সেশনেই ব্যাকফুটে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। এরপর ষষ্ঠ উইকেটে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন বিরাট ও কোনা শ্রীকর ভারত।
আরও পড়ুন- CPL announced New Format 6IXTY: গেইলদের দেশে আসছে নতুন ক্রিকেটে সিক্সটি, থাকছে একগুচ্ছ নিয়ম
চারদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমন গিলকে (Subhman Gill) সঙ্গে নিয়ে প্রথম উইকেটে ৩৫ রানে তোলেন রোহিত। কিন্তু গিল ব্যক্তিগত ২১ রানে আউট হতেই শুরু হয় ছন্দপতন।
কিছুক্ষণ পর ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান রোহিত। হনুমা বিহারী (৩), শ্রেয়স আইয়ার (০), রবীন্দ্র জাদেজা (১৩) বিপক্ষের জোরে বোলারদের পেস ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেন।