একই মাঠ। একই টুর্নামেন্ট। তাতে পর পর দু বার শেষ কবে ভারত-পাকিস্তান খেলা হয়েছে বলতে পারবেন ? অনেক মাথা খাটিয়েও সাম্প্রতিক অতীতে এই তথ্য বিরল। যা বাস্তব হতে চলেছে আজ রবিবাসরীয় দুবাইয়ে। সেই এশিয়া কাপে মঞ্চ। তার সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ। যার অর্থ আরও একটা সুপার সানডে চেটেপুঁটে উপভোগ করার জন্য মুখিয়ে দু দেশের ক্রিকেট ভক্তরা। তার মধ্যে আবার কেউ কেউ বলছেন ধৈর্য্য় ধরুন ফাইনালেও ভারত-পাক যুদ্ধ দেখা যেতে পারে।
তবে এই সাতদিনে পরিস্থিতি অনেকটাই বদলেছে। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে জাডেজার বদলি রবিচন্দ্রণ অশ্বিন। ম্য়াচের আগে এই ইঙ্গিত ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। তাঁর মতে, চার বছর বল করার পাশাপাশি ব্যাট হাতে সাবলীল অশ্বিন। একইসঙ্গে বিরাট প্রশ্নেও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এদিনের ম্যাচে ফিরছেন হার্দিক। প্রশ্ন ঋষভ না কার্তিক তা নিয়ে।
উল্টোদিকে ভারতকে হারিয়ে এই ম্য়াচ থেকে ফাইনালে ওঠার রাস্তা মসৃণ করতে চায় পাকিস্তানও। তাদের শিবিরেও চোটাঘাত রয়েছে। তাতে অবশ্য আমল দিতে চাননি পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। তাঁর একটাই দাবি, সামনে ভারত। সেই লক্ষ্য নিয়েই এদিন মাঠে নামবেন তাঁরা। হংকং ম্য়াচ এই টুর্নামেন্টে তাঁদের কাছে টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন রিজওয়ান।