আসন্ন এশিয়া কাপে ভারতের অন্তর্বর্তী হেড কোচ এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। বুধবার একথা জানিয়েদিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে এই টুর্নামেন্টে রোহিতদের হেডস্যর এখন লক্ষ্মণই। জিম্ববোয়ে সফরেও যাননি দ্রাবিড়। ওই সফলেও কেএল রাহুলের ভারতীয় দলের কোচের ভূমিকা দেখা গিয়েছিল ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণকে।
জিম্বাবোয়ের মাটিতে সিরিজ-সহ হোয়াইটওয়াশ করেছে ভারত। তিন ম্য়াচের সিরিজে লোকেশ রাহুলরা দাপট দেখিয়েছেন। ইতিমধ্যেই মরুশহরে পৌঁচ্ছে গিয়েছে ভারতীয় দল। টুইট করে সেই ভিডিও পোস্ট করেছে বোর্ড। যেখানে দেখা যাচ্ছে আফগান ও পাক ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করছেন বিরাট কোহলিরা।
ভারতীয় দলের কোচ হিসাবে লক্ষ্মণের নাম ঘোষণার পাশাপাশি বুধবার নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধেও ভারতীয় এ দলের নাম ঘোষণা করা হয়েছে। কিউইদের বিরুদ্ধে তিনটি চারদিনের টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। দেশকে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। এই দলের বাংলার প্রাপ্তি ব্যাটার অভিমুন্য ঈশ্বরণ এবং বোলার মুকেশ কুমার।