শ্রীলঙ্কা সফরে আছে টিম অস্ট্রেলিয়া (Australia)। আছে টিম ইন্ডিয়ার মহিলা দলও। চলছে লম্বা সিরিজ। সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এখনও কাটেনি শ্রীলঙ্কায় (Sri Lanka Crisis)। এর মধ্যে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2022) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিবর্তে এবার এশিয়া কাপের দায়িত্ব পেতে পারে বাংলাদেশ।
জ্বালানি শেষ। সংকটে দেশের মানুষ। এর মধ্যে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে এতগুলি দেশের ক্রিকেটাররা আসলে, পরিস্থিতি সামলানো সহজ হবে না। আগামী অগাস্ট মাস থেকেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের আসর শুরু হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, এশিয়া কাপ প্রস্তুতির জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে বলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী বিক্রমসিংহের বাসভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। তাই আর ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট কাউন্সিল।
আরও পড়ুন: রোনাল্ডোকে বিক্রি করা যাবে না, জানালেন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ
এই অস্থির পরিস্থিতিতে শ্রীলঙ্কায় যেতে চাইছেন না অনেক ক্রিকেটাররাও। এই আপত্তি নিয়ে বোর্ডকে জানিয়েছেন অনেক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও সেভাবে প্রস্তুত নয়। তাই এশিয়া কাপে আয়োজকের ভূমিকায় এগিয়ে বাংলাদেশই।