নেপালকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠল ভারত। সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। প্রথমে ব্যাট করে ২০২ রান তোলে ভারত। ১৭৯ রানে শেষ হয় নেপালের ইনিংস। ২৩ রানে জয় ভারতের।
সামনে বিশ্বকাপ। তাই এশিয়ান গেমসে নেই বিরাট, রোহিত, বুমরার মতো প্রথম সারির ক্রিকেটাররা। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গাইকোয়াড়। মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। রুতুরাজ ২৫ রানে আউট হয়ে ফেরেন। তিলক ভার্মা আউট হন মাত্র ২ রানে। জিতেশ শর্মা ফেরেন ৫ রানে। যশস্বী সেঞ্চুরি করেও আউট হন। শেষদিকে শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের সৌজন্যে ২০২ রান তোলে ভারত। ১৫ বলে ৩৭ করেন রিঙ্কু সিং।
জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারালেও রান তাড়া করে নেপাল। তবে ভারত নেপালকে অলআউট করতে পারেনি। ২০ ওভারে ১৭৯ রান করে শেষ হয় নেপালের ইনিংস।