জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম বিদেশ সফর। শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। সঙ্গী হেড কোচ গৌতম গম্ভীর। কোচ হওয়ার পর জানা গিয়েছিল, গম্ভীরের সব শর্ত মেনে নিয়েছে বোর্ড। কিন্তু পছন্দের সাপোর্ট স্টাফ কারা হবেন, তা নিয়ে ধন্দে পড়েন গম্ভীর। বোর্ড তাঁর পছন্দ ১০০ শতাংশ মেনে নেয়নি। তবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে যাবেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে।
গম্ভীর নিজেই জানান, এখনও সাপোর্ট স্টাফ তৈরি হয়নি। বোর্ড অধিকাংশ দাবি মেনে নিয়েছে বলেও জানিয়েছেন গম্ভীর। শ্রীলঙ্কা সফরের পর দলের বাকি স্টাফদের বেছে নেওয়া হবে। ফিল্ডিং কোচ থাকছেন টি দিলীপ। শ্রীলঙ্কা সফরে বোলিং কোচ হিসেবে থাকছেন সাইরাজ বাহুতুলে। তবে দলের প্রধান বোলিং কোচ কে হবেন, ঠিক হয়নি এখনও। জানিয়েছেন হেড কোচ গম্ভীর।