দীর্ঘদিনের চাহিদা মিটেছে। মোহনবাগান থেকে সরে গিয়েছে এটিকে। আইএসএল চ্যাম্পিয়ন হয়ে রবিবারই কলকাতায় ফিরছেন জুয়ান ফেরান্দোরা। নতুন চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে সমর্থকদেরও তৈরি থাকার বার্তা দিয়েছে ক্লাব।
মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে টুইট করে জানানো হয়েছে, দুপুর ১২টা ৪০ নাগাদ দমদম বিমানবন্দরে নামছেন মোহনবাগানের ফুটবলাররা। নিঃসন্দেহে চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হবে অসংখ্য সবুজ-মেরুন অনুরাগীরা। এরপর ক্লাবের পক্ষ থেকে কী কর্মসূচি, তা যদিও জানা যায়নি।
আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি-কে রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে জিতেছে সবুজ-মেরুন। এরপরই জানিয়ে দেওয়া হয়েছে, মোহনবাগান থেকে সরে যাচ্ছে এটিকে। নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টস। এবার সমর্থকদের নতুন করে কাছে টানার প্রক্রিয়াও শুরু করে দিল ক্লাব।
এবার হিরো লিগ অফ দ্য অ্য়াওয়ার্ড পেয়েছেন মুম্বই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাঙতে। গোল্ডেন বুট পেয়েছেন ওড়িশা এফসির দিয়েগো মরিসিও। সেরা তরুণ প্রতিভা বেঙ্গালুরুর শিবশক্তি নারায়ণ। আর গোল্ডেন গ্লাভস জিতেছেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ।