ডুরান্ড কাপে (Durand Cup 2022) নৌ-সেনাকে ২-০ গোলে হারাল মোহনবাগান (ATK Mohun Bagan)। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে বাগানের হয়ে লেনি রদ্রিগেজ ও কিয়ান নাসিরি। এই ম্যাচ জিতে ডুরান্ড কাপে টিকে থাকল এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত সাত পয়েন্ট পেয়েছেন লিস্টন কোলাসোরা। পয়েন্ট টেবলে দুই নম্বরে আছে সবুজ-মেরুন শিবির। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বই সিটি এফসি।
এদিন প্রথম একাদশে অনেক পরিবর্তন করেন কোচ হুয়ান ফেরান্দো। গত ম্যাচের কোনও বিদেশিকে রাখেননি তিনি। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা খেলেননি, মূলত এই ম্যাচে সুযোগ পান। প্রথম একাদশে ছিলেন সুমিত রাঠি, মনবীর সিং, রবি রানা, হানামতে, অভিষেক সূর্যবংশী, লেনি, কিয়ান এবং ফারদিন মোল্লা। প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় গোল করেন লেনি। ২৮ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন কিয়ান।
আরও পড়ুন: এশিয়া কাপে ফের মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! জেনে নিন কীভাবে?
ডুরান্ডের গ্রুপে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ ইমামি ইস্টবেঙ্গলের। আগামী শনিবার নামবে লাল-হলুদ শিবির। মুম্বই ইস্টবেঙ্গলকে হারালে বা তাঁদের বিরুদ্ধে ড্র করলে গ্রুপ শীর্ষেই থাকবে মুম্বই। দ্বিতীয় সেরা দল হিসেবে পরের পর্বে ওঠার লড়াইয়ে থাকবে এটিকে মোহনবাদান ও রাজস্থান ইউনাইটেড।