মাত্র ১১ ওভারেই ভারতের মাটিতে একদিনের সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া। রবিবার বিশাখাপত্তনমে স্টিভ স্মিথের দল দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল ১০ উইকেটে। ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকলেন মিচেল মার্চ। আর এক ওপেনার ট্রাভিস হেডের অবদান অপরাজিত ৫১। যে পিচে ভারতীয় ব্যাটিং মুখ থুবড়ে পড়ল, সেই বাইশ গজে দাপট দেখালেন দুই অজি ক্রিকেটার।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু প্রথম তিন বল থেকে শুরু হয় বিপর্যয়ের বিড়ম্বণা। একসময় ৪৯ রানে পাঁচ উইকেটে হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ভারতের। তখন মনে হচ্ছিল, এই না বিশাখাপত্তনমে ভারতীয় ক্রিকেটের ছিয়াত্তর মন্বন্তর নেমে আছে। এই যাত্রায় সেই লজ্জায় ঠেকিয়ে দেয় বিরাটের ব্যাট।
কোহলি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ৩১ সাজানো মাত্র চারটি বাউন্ডারিতে। এদিন শুভমন ও সূর্যকুমার এবং দুই বোলার শামি ও সিজারের অবদান শূন্য। ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক।