অবশেষে স্বস্তি। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মার্কোস স্টয়নিস। মূলত তাঁর বিধ্বসী ব্যাটিং একপেশে ভাবে ম্য়াচ বার করে অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে নিউজিল্য়ান্ডের কাছে ৮৯ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।
এদিন ম্য়াচের আগেই করোনা আক্রান্ত হন অজি স্পিনার অ্যাডম জাম্পা। তারপরেও ওয়াকায় ঘুরে দাঁড়ানোর ম্য়াচে একজোট হন অ্য়ারন ফিঞ্চরা। প্রথমে ব্য়াট করে ৬ উইকেটে ১৫৭ রান করে শ্রীলঙ্কা। নিশাঙ্কার ৪৫ রানের উপর ভর করে ১৫০ রানের গন্ডি টপকায় এশিয়া চ্যাম্পিয়নরা। এই ম্য়াচে রান পাননি কুশল মেন্ডিস। ব্যর্থ ভানুকা রাজাপাক্ষেও। পার্থের বাইশ গজে সাত বোলারকে ব্যবহার করেছিলেন ফিঞ্চ। সফলও হয়েছেন। নিয়মিত ব্যবধানে শ্রীলঙ্কার ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরান হ্যাজেলহুড, প্যাট কামিন্সরা।
রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি অস্ট্রেলিয়ার। খুব দ্রুতই আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। বেশি কিছু করার আগেই আউট মিচেল মার্শও। কিন্তু ঠান্ডা মাথায় অধিনায়ক অ্য়ারন ফিঞ্চকে নিয়ে ম্য়াচ বার করলেন স্টয়নিস। ১৮ বলে তাঁর ৫৯ রান সাজানো থাকল ৬টি ছয় এবং ৪টি বাউন্ডারিতে। ২১ বল আগেই পার্থে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে টপকে পয়েন্ট টেবলেও তারা উঠে এল দ্বিতীয় স্থানে।