ঠিক হয়ে গেল ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার নেতা। ১৭ মার্চ মুম্বই থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। বিশ্বকাপের আগে দু দলের কাছেই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মায়ের মৃত্যুর কারণে অস্ট্রেলিয়ায় থাকবেন প্যাট কামিন্স। সেইকারণেই নেতা স্মিথ। এদিকে, বিশ্ব টেস্টের ফাইনালে ভারতে বিরুদ্ধে খেলতে তিনি মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন স্মিথ।
মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। পারিবারিক কারণে তিনি ছুটি নিয়েছেন বোর্ডের কাছ থেকে। তাঁর জায়গায় নেতা হার্দিক পান্ডিয়া। প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার পর একপ্রকাশ স্পষ্ট হয়ে গিয়েছিল, অস্ট্রেলিয়ার নেতা হবেন স্মিথ। ইনদোর থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করে দেয়।
প্রশ্ন ছিল টেস্টের পর অস্ট্রেলিয়ার একদিনের দলকে কে নেতৃত্ব দেবেন। সেই জট কাটল স্মিথের নাম ঘোষণায়।