মধ্যাহ্নভোজের পর ১৫০ রানের গণ্ডি পেরোল অস্ট্রেলিয়া। কোটলায় দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই তিন উইকেট হারিয়েছিল টিম। ডেভিড ওয়ার্নার, লাবুশানে ও স্টিভ স্মিথকে ফিরতে হয়। মধ্যাহ্নভোজের বিরতির পরই ফেরেন ট্রেভি়স হেডও। তবে বড় রানের পথে উসমান খোয়াজা।
৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৭৭ রান করে অপরাজিত খোয়াজা। ২০ রান করে সঙ্গে আছেন পিটার হ্যান্ডসকম্ব। ২টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। ২ টি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।
দিল্লি টেস্টে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। প্রথম একাদশে সামান্য বদল এনেছেন অধিনায়ক রোহিত শর্মা। এদিকে কে এল রাহুলকেও দলে রাখা হয়েছে। দলের উইকেট কিপার শ্রীকর ভরত। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি।