মাত্র ১৮৮। ওয়াংখেড়েতে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ ৩টি করে উইকেট পেলেন। ২ উইকেট রবীন্দ্র জাদেজার। প্রথম ওয়ানডে ম্যাচে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া।
এদিন নতুন বলে ম্যাচের দ্বিতীয় ওভার করতে আসেন মহম্মদ সিরাজ। শেষ বলে ফেরান অজি ওপেনার ট্রেভিস হেডকে। কিন্তু অন্য ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৮১ রান। ২২ রান হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে ফেরেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ৩৫ ওভার ৪ বলেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিন ভারতের হয়ে ওপেন করবেন ইশান কিষাণ ও শুভমান গিল। এই সিরিজ থেকেই ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল টিম ইন্ডিয়ার।