ভারতের মাটিতে বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে প্রথম দল হিসাবে ১৮ জনের স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মানাস লাবুশানে। টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটারের বাদ যাওয়াকে স্বাভাবিক বলেই দাবি রিকি পন্টিং থেকে মার্ক ও-র।
অক্টোবরের পাঁচ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আট তারিখ ভারতের বিরুদ্ধেই শুরু হবে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপের অভিযান। ভারতের মাটিতে বিশ্বকাপকে মাথায় রেখে স্কোয়াডে রাখা হয়েছে লেগ স্পিনার তনবীর সাঙ্গা এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিকে।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফর করবেন অজিরা। সেখান থেকেই ভারতে আসবেন তাঁরা। কবজির চোটে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ খেলবেন না তিনি। কিন্তু চেন্নাই থেকে শুরু করতে চান নিজের গতিতে।