বার্মিহ্যামে উসমান খোয়াজার ব্যাটেই বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার জিয়ন কাঠি। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় দিনের শেষে এখনও ৮২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। স্বস্তি একটাই তৃতীয় দিন অপরাজিত ১২৬ রান থেকে শুরু করবেন খোয়াজা। সঙ্গী উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স কেরি। তাঁর অবদান অপরাজিত ৫২। চার উইকেটে ১৪৮ রান থেকে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেট ৩১১। অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরে মইন আলির অবদান দুই উইকেট।
১১২ রানের মাথায় আউট হয়েছিল উসমান খোয়াজা। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়েছিলেন। কিন্তু নো বল করায় সেই আউট বাতিল হয়ে যায়। এই ঘটনা নতুন করে অক্সিজেন দিয়েছে অজিদের। কারণ, দ্বিতীয় দিনের শুরুতে যে ঝটকা খেতে হয়েছিল সদ্য বিশ্ব টেস্ট জয়ীদের, তাতে লজ্জা অপেক্ষা করছিল। ৬৭ রানের মধ্যে ধসে গিয়েছিল টপ অর্ডার। ওভালের মাঠে শতরান করা স্টিভ স্মিথও আউট হলেন ১৬ রানে। তার আগে ওয়ার্নারে ৯ আর বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মানার্স ল্যাবুশানে শূন্য।
এই ম্যাচে হাফ সেঞ্চুরি ভারতের বিরুদ্ধে ওভালে শতরানকারী ট্রাভিস হেডের। অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস ক্যামরন গ্রিনের। ইনিংসে এখনও পর্যন্ত দুটি করে উইকেট ব্রড এবং মইনের। একটি উইকেট ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। সেটাও আবার স্টিভ স্মিথের। প্রথম ইনিংসে আট উইকেট তিনশো তিরানব্বই রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ইংল্যান্ড। পরিস্থিতি যা তাতে বিরাট অঘটন না ঘটলে ফয়সালা পথে অ্যাসেজের প্রথম টেস্ট।