কোটলায় উইকেট হারিয়েও লড়াই অস্ট্রেলিয়ার (Australia)। হাফসেঞ্চুরি করলেন পিটার হ্যান্ডসকম্ব (Piter Handscomb)। প্যাট কামিন্সের সঙ্গে ৫৯ রানের পার্টনারশিপ করেন তিনি।
তবে কামিন্সকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ফের ধাক্কা রবীন্দ্র জাদেজার। এক ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি। শূন্য রানে ফেরেন টড মারফি।
আরও পড়ুন: পদত্যাগ করেছেন চেতন শর্মা, পরিবর্তে দায়িত্ব সামলাবেন শিবসুন্দর
মধ্যাহ্নভোজের বিরতির পর কোটলায় বড় ইনিংস খেলা শুরু করেন উসমান খোয়াজা। কিন্তু ৮১ রানে খোয়াজাকে ফেরান সেই জাদেজাই। খোয়াজা আউট হওয়ার পরই পিটার হ্যান্ডসকম্ব অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন। কিন্তু অশ্বিন ও জাদেজার ঝটকায় ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট তুলে নিয়েছেন।