ইংল্যান্ড শিবিরে (England Cricket Team) সকালেই ছড়িয়েছিল কোভিড আতঙ্ক (Covid 19)। এর মধ্যে মাঠে নেমে অস্ট্রেলিয়াকে (Australia) অলআউট করল রুট ব্রিগেড। ২৬৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। চার উইকেট নিলেন জেমন অ্যান্ডারসন (James Anderson)। অলি রবিনসন নিলেন তিন উইকেট।
এদিন একঘণ্টা আগে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩১। অস্ট্রেলিয়ার বোলার স্কট বোলান্ড দুটি উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ফের ব্যর্থ ইংল্যান্ড, ১৮৫ রানে শেষ প্রথম ইনিংস
দ্বিতীয় দিনের শেষে এখনও ৫১ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে আছে ছয় উইকেট। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া।