আন্তর্জাতিক স্তরে দু'জন দুটি আলাদা দেশের হয়ে খেলেন। কিন্তু আইপিএলে একই দলের হয়ে খেলেছেন দু'জনই। কিন্তু অফফিল্ডে দুজনেরই বেশ বন্ধুত্ব রয়েছে। তাঁরা হলেই দুই বিশ্বমানের ক্রিকেটার। তাঁদের একজন বিরাট কোহলি আর অন্যজন মিচেল স্টার্ক। কিন্তু মাঠে মুখোমুখি হলে দু'জনের কেউ কাউকেই ছেড়ে কথা বলেন না। সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে নিজেদের ডুয়েলের কথা তুলে ধরলেন স্টার্ক। জানালেন, বিরাটের লড়াই উপভোগ করেন।
সামনেই রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে এই ট্রফিজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন রোহিতরা। এই লড়াইয়ের আগে পারদ চড়ালেন মিচেল স্টার্ক। তিনি বলেন, 'বিরাট কোহলির সঙ্গে লড়াই আমি খুব উপভোগ করি। আমরা একে-অপরের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছি। এর আগে বিরাট দু-তিনবার আউট করেছি আমি। তেমনই বিরাটও আমার বিরুদ্ধে ভাল রানও করেছে। ফলে আমাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলে। আর সেটা আমরা দুজনেই উপভোগ করি।'
বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের বরাবরই একটা অস্বস্তি কাজ করে। একটা সময় অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সঙ্গে বাঁ হাতি পেসার মিচেল জনসনের লড়াই উপভোগ করতেন ক্রিকেট প্রেমীরা। বর্তমানে বিরাটের সঙ্গে সেই লড়াই হয় মিচেল স্টার্কের বিরুদ্ধে হয়।