দ্বিতীয় দিনের (WTC Final Day 2) মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া (Australia)। ওভালের পিচে দ্বিতীয় দিনেও পেসারদেরই সাফল্য। একটি করে উইকেট পেলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। উমেশ যাদব এখনও কোনও উইকেট পাননি। লাঞ্চ ব্রেকে ৭ উইকেট হারিয়ে ৪২২ রান তুলল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকেই সাফল্য পায় টিম ইন্ডিয়া। ৯৫ রান করে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। ১২১ রান করে শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফেরেন তিনি। ১৬৩ রান করে সিরাজের ডেলিভারিতে ফেরেন ট্রেভিস হেড। ৬ রানে ফেরেন ক্যামেরুন গ্রিন। রান আউট হন মিচেল স্টার্ক।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য ভারতের, ২ উইকেট শামি-সিরাজের, সেঞ্চুরি স্টিভ স্মিথের