বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া (Team India)। ৪৬৯ রানে অলআউট অস্ট্রেলিয়া (Australia)। ওভালে একাই চার উইকেট নিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকেই দুর্ধর্ষ পারফর্ম করেন টিম ইন্ডিয়ার পেসাররা। সেঞ্চুরি পেয়েও বড় রান তুলতে পারলেন না স্টিভ স্মিথ।
প্রথম দিন ৩২৭ রানে খেলা শেষ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শুরুতেই সেঞ্চুরি পান স্মিথ। সেঞ্চুরি পাওয়া ট্রেভিস হেডও ফর্মে ফিরতে পারলেন না। ১৬৩ রান করে শার্দুলের ডেলিভারিতে ফেরেন তিনি। ১২১ রান করেন স্টিভ স্মিথ। ক্যামেরুন গ্রিনকে ফেরান মহম্মদ শামি। ৪৮ রান করেন অ্যালেক্স ক্যারি। প্যাট কামিন্স ও নাথান লিয়নকে একাই ফেরান সিরাজ।
আরও পড়ুন: মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া, দ্রুত অলআউটের লক্ষ্যে রোহিতরা
দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ওভালের পিচে দ্বিতীয় দিনেও পেসারদেরই সাফল্য। ২টি করে উইকেট পেলেন মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর। এক উইকেট রবীন্দ্র জাদেজার।