একই দিনে দুই স্বস্তি। ঘরের মাঠে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। আর দুই রানে ফিরলেন অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ। সোমবার ব্রিসবেনে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারল গতবারের চ্যাম্পিয়নরা। ৪৪ বলে ৬৩ রান করে রানে ফেরার ইঙ্গিত দিলেন ফিঞ্চ।
এদিন গাব্বায় প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া। দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধেও শুরুতেই ছন্দপতন ঘটনে। মাত্র তিন রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর ধীরে ধীরে অধিনায়ক ফিঞ্চের ব্য়াটে ম্য়াচে ফেরে অস্ট্রেলিয়া। ধাপে ধাপে মিচেল মার্শ, গ্লেন ম্য়াক্সওয়েল, মার্কোস স্টয়নিসের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলন ফিঞ্চ। স্লগ ওভারে এসে টিম ডাভি ও ম্যাথু ওয়েডের ব্যাটে পাহাড় প্রমাণ ১৭৯ রান খাড়া করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই শেষ হল আয়ারল্যান্ডের ইনিংস। ম্য়াচে দুটি করে উইকেট কামিন্স, ম্যাক্সওয়েল, স্টার্ক ও জাম্পার। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান লরকান টাকারের। ৭১ রান করে অপরাজিত থাকেন এই আইরিশ। এই জয়ের ফলে চার নম্বর থেকে দু নম্বরে উঠে এলে অস্ট্রেলিয়া। তৈরি হল তাদের সেমিফাইনাল ওঠার রাস্তা।