শতরানেই সমালোচকদের জবাব ফিরিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। পার্থে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নেমে শতরান করলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। পাক বোলার শাহিন শাহ আফ্রিদির বলেই টেস্ট ক্রিকেটে ২৬তম শতরান পূর্ণ করলেন তিনি। ওয়ার্নারের সেঞ্চুরি এল ১২৬ বলে।
এই টেস্ট শুরুর আগে বিতর্কের ঢেউ উঠেছিল ইয়ারা নদীতে। আলোচনার কেন্দ্রে ছিল সেই কুখ্যাত স্যান্ড গেট কেলেঙ্কারি। একদা সতীর্থ মিচেল জনসনই অভিযোগের আঙুল তুলেছিলেন ওয়ার্নারের দিকে। অভিযোগ করেছিলেন, একজন অসৎ ক্রিকেটারের অহেতুক বীরের মর্যাদা দেওয়া হচ্ছে।
মূলত পার্থে এই শতরানে জনসনকে চুপ করিয়ে দিলেন লাক বাই চান্সে ওপেনার হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নার। যাঁকে জীবনের প্রথম টেস্টে ওপেনার হিসাবে খেলিয়ে দিয়েছিলেন তাঁর প্রথম অধিনায়ক রিকি পন্টিং। আসলে ওই দিন জহুরি রিকি হীরে চিনেছিলেন। যার ডিভিডেন্ট বৃহস্পতিবারের ওয়াকাকে দিলেন ডেভিড ওয়ার্নার।