দিল্লি টেস্ট জিততে ভারতের প্রয়োজন ১১৪ রান। হাতে গোটা আড়াই দিন। তৃতীয় দিনের লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ১১৩ রানে। ৪২ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৬১ রানে ১ উইকেট এখান থেকেই কোটলায় তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জাডেজার স্পিনে অসহায় দেখাল অজি ব্যাটারদের।
যে পিচে দ্বিতীয় দিনে লায়ন খেলা দেখিয়েছিলেন, সেই পিচে রোহিতের অস্ত্র হলেন জাডেজা। শুরু থেকেই অজি ব্যাটারদের আক্রমণ করে গেলেন তিনি। তাঁর শিকার, লাবুসানে, হ্যান্ডকম্ব, অ্যালেক্স ক্যারি, অজি অধিনায়ক প্যাট কামিন্স, ন্যাথন লায়ন এবং কুনেম্যান। তবে কোটলায় তৃতীয় দিন অজিদের পতন শুরু হয় অশ্বিনের বলেই।
আরও পড়ুন: ৩৩ বছরের স্বপ্ন অধরা, ইডেনে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
কোটলার পিচের যা চরিত্র, তাতে অনেক পন্ডিতদের আশঙ্কা ১০০ এই মাঠে অনেক রান। তাই নজর থাকবে ভারতের দ্বিতীয় ইনিংসের দিকে। কারণ, এই টেস্টে তিন স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। আর শুরু থেকেই এই তিন স্পিনারকে দিয়ে আক্রমণ করবে তারা এটাই স্বাভাবিক।