হার্দিকের তিন এবং কুলদীপের তিন। তাতেও সিরিজের শেষ ম্যাচে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে বড় স্কোর অস্ট্রেলিয়ার। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রান করলেন অজিরা। ফলে সিরিজ জিততে ভারতের টার্গেট হল ২৭০ রান। বিশাখাপত্তনমে সিরিজে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। এদিন সেই হেড এবং মার্শই শুরু করেছিলেন। তবে চিদাম্বরম স্টেডিয়ামে ৮৫ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে উজ্জ্বল মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ রান।
সিরিজের শেষ ম্যাচ তিন স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেন সূর্যকুমার যাদবকে প্রয়োজন তাও জানান রোহিত। কারণ, পর পর দুটি ম্যাচে শূন্য করা সূর্যকুমারকে নিয়ে এই সময় আবার আলোচনা চলছে। কিন্তু সমালোচনা নয় বরং সূর্যের উপর আস্থার হাত রেখেছেন রোহিত।
ধোনির মাঠে এদিন ৪৪ রানে তিন উইকেট হার্দিকের। কুলদীপের অবদান ৫৬ রানে তিন উইকেট। ম্যাচে দুটি করে উইকেট সিরাজ এবং অক্ষর প্যাটেলের।