মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রলিয়া এবং ভারত। আর ওই ম্যাচ নিয়ে যথেষ্ঠ আগ্রহী অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। বৃহস্পতিবারের ইডেনে সেমিফাইনাল ম্যাচ জেতার পর এবিষয়ে মতামত প্রকাশ করেন তিনি।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে জেতার পর প্যাট কামিন্স জানান, ইডেনের ম্যাচ তিনি অত্যন্ত উপভোগ করেছেন। তারসঙ্গে আগামী রবিবার ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলতেও ভীষণ আগ্রহী। পাশাপাশি নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে তাঁর মন্তব্য, ওই মাঠের পিচ সম্পর্কে তাঁর ইতিমধ্যে ভালো ধারণা আছে। প্রথমের দিকে স্পিন না হলেও ম্যাচ যত গড়াবে ততই স্পিন ভালো হবে।
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল রয়েছে। ওই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা ক্রিকেট প্রেমীদের মধ্যে। ওই মাঠের পিচ সম্পর্কে ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন দুই দলের খেলোয়াড়রা। প্রাথমিক স্ট্রাটেজি ইতিমধ্যে তৈরি হয়ে গেলেও টসে কোন দল জেতে তার উপরেও অনেকটা ভাগ্য নির্ভর করছে।