প্রথম টেস্টেই টসে হার রোহিতদের। টসে জিতে নাগপুরের শুকনো পিচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারত অধিনায়কের মতে, টস জিতলে তাঁরাও প্রথমে ব্যাট করতে চাইতেন। কারণ, নাগপুরের এই পিচে প্রথমে ব্যাট করে বড় অঙ্কের রান খাড়া করা সম্ভব। তবে ব্যাটিং সহায়ক এই পিচে আদৌও কতটা কার্যকরী হবে অশ্বিন-অক্ষর-জাডেজা ত্রয়ী, তা নিয়ে ধন্ধে ভারতীয় দল। তবে প্রথম টেস্টেই সুযোগ দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব ও শ্রীকর ভরতকে। নাগপুরের শুকনো উইকেটে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে লড়াই শুরু করেছেন রোহিত-রাহুলরা।
ভারতীয় দলে সূর্যকুমারের অভিষেক হলেও ঠাঁই হয়নি শুভমন গিলের। তাঁর বদলে ওপেন করবেন লোকেশ রাহুল। পাশাপাশি, তিন স্পিনারের মধ্যে কুলদীপ যাদব সুযোগ পাননি। কারণ, দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফেরায় রবীন্দ্র জাডেজার অভিজ্ঞতায় ভরসা রেখেছেন কোচ রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন- Mid Day Meal: বঙ্গে মিড-ডে মিল প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগ, ক্যাগকে অডিট করতে বলল কেন্দ্র
একনজরে প্রথম টেস্টের ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ শামি, এবং মহম্মদ সিরাজ।