কেরলের মাঠে রান তাড়া করবে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। এই ম্যাচে দুটি বদল অস্ট্রেলিয়া দলে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে এসেছেন জাম্পা ও ম্যাক্সওয়েল। টস জিতলে তিনিও প্রথম বল করতেন বলেই দাবি ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের। এই ম্যাচে অপরিবর্তিত ভারতীয় দল।
গ্রিনফিল্ডের এই মাঠে এখনও পর্যন্ত প্রথম ব্যাট করে ১৩৯ রানই উঠেছে। ভারতের মাটিতে লো স্কোরের জন্য বিখ্যাত কেরলের এই স্টেডিয়াম। তাই পিচ রিপোর্ট করতে গিয়ে কিছুটা বিস্মিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। তাঁর পরামর্শ ছিল, এই পিচে রান তাড়া করাই সুবিধা জনক।
বৃষ্টি নেই। শিশিরের দাপট থাকবে। এই ভেবেই টস দিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। আর এই কারণে ভারতের বিরুদ্ধে বেরেনড্রোফকে বাদ দিয়ে দলে জাম্পাকে নেওয়ার কথা জানিয়েছেন। প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ম্যাক্সওয়েলকে। হার্টির বদলে এই ম্যাচে তাঁকে ফেরানো হল।