চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন কালো আর্ম ব্যান্ড পরলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কেন এই কালো আর্ম ব্যান্ড। জানা গিয়েছে, প্যাট কামিন্সের মায়ের শ্রদ্ধার্ঘ্যে এই কালো আর্ম ব্যান্ড পরেছে টিম অস্ট্রেলিয়া।
মায়ের শারীরিক অসুস্থতার জন্য ভারত সফর থেকে মাঝপথে ফিরতে হয় প্যাট কামিন্সকে। বৃহস্পতিবার রাতে প্রয়াত হন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই কালো আর্ম ব্যান্ড।
আরও পড়ুন: প্রথম সেশনে কি অলআউট করতে পারবে ভারত, দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া
ইন্দোরে টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়েছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদ টেস্টে জিতলেই সিরিজ ড্র হয়ে যাবে। বড় রানের দিকে অস্ট্রেলিয়া।