শুধু কে এল রাহুল (KL Rahul) নয়। বিয়ে করতে চলেছেন টিম ইন্ডিয়ার আরও এক সদস্য। জানা গিয়েছে গাঁটছড়া বাঁধতে চলেছেন অক্ষর প্যাটেল (Akshar Patel)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার রাতেই দল ঘোষণা করা হয়েছে। বোর্ড (BCCI) জানিয়েছে, পারিবারিক কারণে ছুটি দেওয়া হয়েছে কে এল রাহুল ও অক্ষর প্যাটেলককে।
কে এল রাহুলের বিয়ের কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু অক্ষর প্যাটেলের বিষয়টি কিন্তু প্রকাশ্যে আসেনি। জানা গিয়েছে, বাগদান হয়ে গিয়েছে অক্ষর প্যাটেলেরও। ২০ জানুয়ারি জন্মদিন অক্ষরের প্রেমিকা মেহা প্যাটেলের। গত বছর সেই দিনই বাগদান পর্ব হয় দুজনের। ২০২৩ সালেই চার হাত এক হতে চলেছে তাঁদের। ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়েই কাজটা সেরে ফেলতে চাইছেন তিনি। আপাতত, বিয়ের বিষয়টি গোপনই রেখেছেন তিনি।
আরও পড়ুন: ধোনিকে সরাতে চেয়েছিলেন বিরাট! শান্ত করেছিলেন রবি শাস্ত্রী, জানালেন দলের ফিল্ডিং কোচ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অক্ষর প্যাটেলের পরিবর্তে টিমে সুযোগ পেয়েছেন বাংলা টিমের শাহবাজ আহমেদ। T20 দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে এসেছেন ওয়াশিংটন সুন্দর। ১৮ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। ২৭ জানুয়ারি থেকে T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।