স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচ সাসপেন্ড ঋষভ পন্থ। আরসিবির বিরুদ্ধে দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের পরিবর্তে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্য়াটেল।
শনিবার অক্ষরের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেন দলের কোচ রিকি পন্টিং। তিনি বলেন, "রবিবার ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবে অক্ষর। গত ২ মরশুম ধরে দলের সহ অধিনায়ক তিনি। আইপিএলে অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটেও অভিজ্ঞতা আছে।" পন্টিং জানান, কয়েকদফা বৈঠকের পর অক্ষরকে দায়িত্ব দিয়েছে দল।
এর আগে দুটি ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয় ঋষভ পন্থকে। শেষ ম্যাচেও স্লো-ওভার রেটের জন্য জরিমানা হয় দিল্লির অধিনায়কের।