প্রেমাদাসায় স্বপ্ন বুনছে ভারত। বিরাট-রাহুলের ব্যাটিং রূপকথার পর এশিয়া কাপের ম্যাচে হার্দিকের স্বপ্নের ডেলিভারিতে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে একদিনের ক্রিকেটের এক নম্বর ব্যাটার বাবার আজমকে। পাক অধিনায়ককে আউট করার পরেই বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। কারণ, আর এক ডেঞ্জারম্যান মহম্মদ রিজওয়ানকে আউট করেছেন শার্দুল ঠাকুর।
তবে, পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমে ভারতীয় ক্রিকেট প্রেমীদের চমক দিল রোহিত শর্মার দল। বিশ্বকাপের আগে লোকেশ রাহুলকে ফিট করাতে টিম ইন্ডিয়া যে মরিয়া, তার প্রমাণ এই ম্যাচে পাওয়া গেল। কারণ, ইশান কিসান থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে উইকেটে পিছনে দাঁড়ালেন লোকেশ রাহুল।
আরও পড়ুন : এবারও খালি হাতে ফেরাল না প্রেমদাসা, চতুর্থ ম্যাচেও শতরান কোহলির, উপরি পাওনা ১৩ হাজার রান
প্রেমাদাসার এই ম্যাচ থেকে রাহুল দ্রাবিড় একটা বিষয় ইঙ্গিত দিতে চাইলেন। আর তা হল, রোটেশন নয়, ঘরের মাঠে বিশ্বকাপ জিততে প্রয়োজন একটা তৈরি দল। তাই শ্রেয়সের স্টপগ্যাপ হিসাবে কাজে লাগানো হল ইশানকে। রাহুলকে কিপিং করিয়ে দ্রাবিড় বুঝিয়ে দিলেন, এই দলে লোকেশই প্রথম পছন্দ।