৮-০ নাকি ৭-১। ওয়ানডে বিশ্বকাপে (ICC ODI WC 2023) এখনও একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান (Pakistan)। শনিবার আরও একবার ভারতের ঘরের মাটিতে রোহিত ব্রিগেডকে হারাতে প্রস্তুতি। সাংবাদিক বৈঠকে এসে অধিনায়কত্ব হারানো নিয়ে মুখ খুললেন বাবর আজম (Babar Azam)। জানালেন, তিনি নেতৃত্ব হারাতে ভয় পান না। ভারত-পাকিস্তান ম্যাচ থেকে হারানোর ভয় নেই কিছু।
শনিবার আহমেদাবাদে রোহিত ব্রিগেডের বিরুদ্ধে কি জিততে পারবে পাকিস্তান! এশিয়া কাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতলেও ধারেভারে অনেকটাই এগিয়ে পাক টিম। এদিন বাবর বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই। আমি দলকে বলেছি, এটা সেরা সুযোগ। নিজেকে নিংড়ে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী, কাজ করতে হবে।"
আরও পড়ুন: '৯৯ শতাংশ চান্স', পাকিস্তান ম্যাচের শুভমান গিলকে নিয়ে কী বললেন রোহিত
আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক সংখ্যা অনেক। ভারতের মাটিতে ভারতকে হারাতে পারলে, ভাল হবে। এমনই মনে করছেন বাবর আজম। তিনি বলেন, "আমার বিশ্বকাপ এখনও সেভাবে শুরু হয়নি। আগামী ম্যাচগুলিতে হয়তো তা দেখা যাবে। বেশ কিছু ভুল হয়েছে। চেষ্টা করব, নিজের ভুল কমিয়ে ফেলতে।"